একটি ধাতব গােলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হল যে নতুন গােলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গােলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গােলকের আয়তনের অনুপাত নির্ণয় করাে।


ধরি,প্রথমে গোলকটির ব্যাসার্ধ ছিল \(R\) একক এবং কেটে নেওয়ার পর নতুন গোলকটির ব্যাসার্ধ হয় \(r\) একক

∴প্রথমে গোলকটির ক্ষেত্রফল ছিল \(=4πR^2\) বর্গ একক এবং কেটে নেওয়ার পর নতুন গোলকটির ক্ষেত্রফল হল \(=4πr^2\) বর্গ একক

প্রশ্নানুসারে, \(4πr^2=\cfrac{1}{2}×4πR^2\)
বা, \(2r^2=R^2\)
বা, \(R^2=2r^2\)
বা, \(R=√2 r \)

প্রথমে সম্পূর্ন গোলকটির আয়তন ছিল \(=\cfrac{4}{3} πR^3\) ঘন একক এবং কেটে নেওয়ার পর নতুন গোলকটির আয়তন হয় \(=\cfrac{4}{3} πr^3\) ঘন একক


∴ অবশিষ্ট অংশের আয়তন
\(=\cfrac{4}{3} πR^3-\cfrac{4}{3} πr^3\) ঘন একক
\(=\cfrac{4}{3} π\{(√2 r)^3-(r)^3 \}\) [\( R=√2 r\) বসিয়ে ]
\(=\cfrac{4}{3} πr^3 (2√2-1)\) ঘন একক

∴কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত
\(=\cfrac{4}{3} πr^3 (2√2-1): \cfrac{4}{3} πr^3 \)
\(= (2√2-1):1\) (Answer)

Similar Questions