আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমনভাবে ধার করলেন যে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে 4%, 5% ও 6% . 3 বছরের শেষে আমন সুদে-আসলে কত টাকা জমা দেবে ? Madhyamik 2024


আসল\((p)=25000 \) টাকা,
প্রথম বছরের সুদের হার\((r_1)=4\%\)
দ্বিতীয় বছরের সুদের হার \((r_2)=5\%\)
এবং তৃতীয় বছরের সুদের হার \((r_3)=6\%\)

\(\therefore\) 3 বছরের সমূল চক্রবৃদ্ধি
\(=p(1+\cfrac{r_1}{100})(1+\cfrac{r_2}{100})(1+\cfrac{r_3}{100})\) টাকা
\(=25000(1+\cfrac{4}{100})(1+\cfrac{5}{100})(1+\cfrac{6}{100})\) টাকা
\(=25000\times \cfrac{104}{100}\times\cfrac{105}{100}\times \cfrac{106}{100}\) টাকা
\(=28938\) টাকা ।

\(\therefore \) 3 বছরের শেষে তিনি সুদে-আসলে 28938 টাকা জমা দেবেন ।

Similar Questions