একই সরল সুদের হারে কোনো আসল 4 বছরে সুদেমূলে 1056 টাকা এবং 7 বছরে সুদেমুলে 1248 টাকা হয়। সুদের হার ও আসল নির্ণয় করো ।
Madhyamik 2006 , 2003
(7-4) বছর বা 3 বছরের প্রাপ্ত সুদের পরিমান (1248-1056) টাকা = 192 টাকা ।
\(\therefore\) 1 বছরে প্রাপ্ত সুদের পরিমান =\(\cfrac{192}{3}\) টাকা = \(64\) টাকা ।
\(\therefore \) 4 বছরে প্রাপ্ত সুদের পরিমান \((64\times 4)\) টাকা = \(256\) টাকা