10 সেমি. দৈর্ঘ্যের ব্যাসার্ধবিশিষ্ট একটি বৃত্তে কোনো জ্যা কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি. হবে।


বিবৃতিটি মিথ্যা

OA=OB=10 সেমি, \(\angle\)AOB=90°
∴সমকোণী ∆AOB এর AB\(^2\)=OA\(^2\)+OB\(^2\)
\(=10^2+10^2=100+100=200\)
∴AB \(=√200=10√2\)

∴জ্যাটির দৈর্ঘ্য হবে \(10√2\) সেমি ।

Similar Questions