কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহন করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল । বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে, তা হিসাব করে লিখি ।


প্রতি বছর পূর্ববর্তী বছরের তুলনায় \(5\%\) হারে হ্রাস করলে \(3\) বছর পর বর্তমানে বিদ্যুৎ খরচের পরিমান
\(=4000×\left(1-\cfrac{5}{100}\right)^3\) টাকা
\(=4000×\left(\cfrac{95}{100}\right)^3\) টাকা
\(=4000×\left(\cfrac{19}{20}\right)^3\) টাকা
\(=4000× \cfrac{19}{20}×\cfrac{19}{20}×\cfrac{19}{20}\) টাকা
\(=3429.50\) টাকা

∴বর্তমান পরিবারটির ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ \(3429.50\) টাকা

Similar Questions