ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। AB ও DC বাহুদ্বয়কে বর্ধিত করলে P বিন্দুতে এবং AD ও BC বাহুদ্বয়কে বর্ধিত করলে R বিন্দুতে মিলিত হয়। ∆BCP এবং ∆CDR-এর পরিবৃত্তদ্বয় T বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে, P, T, R সমরেখ।
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভূজ,যার বর্ধিত AB এবং DC
পরস্পরকে P বিন্দুতে এবং বর্ধিত AD এবং BC
পরস্পরকে R বিন্দুতে মিলিত হয়েছে। ∆BPC এবং
∆CDR এর পরিবৃত্তদ্বয় T বিন্দুতে ছেদ করেছে।
প্রমান করতে হবে যে,P,T,R সমরেখ।
অঙ্কনঃ P,T;R,T এবং C,T যুক্ত করা হল।
প্রমানঃ BCTP একটি বৃত্তস্থ চতুর্ভূজ ।
∴\(\angle\)CTP+\(\angle\)CBP=180°
বা,\(\angle\)CTP=180°-\(\angle\)CBP=\(\angle\)ABC
[∵AP বাহুর ওপর BC দন্ডায়মান]
আবার,CDRT একটি বৃত্তস্থ চতুর্ভূজ ।
∴\(\angle\)CTR+\(\angle\)CDR=180°
বা,\(\angle\)CTR=180°-\(\angle\)CDR=\(\angle\)CDA
[∵AR বাহুর ওপর DC দন্ডায়মান]
এখন,\(\angle\)CTP+\(\angle\)CTR=\(\angle\)ABC+\(\angle\)CDA
=2 সমকোণ [∵ABCD বৃত্তস্থ চতুর্ভূজ]
যেহেতু \(\angle\)CTP এবং \(\angle\)CTR এর CT সাধারন বাহু এবং
কোণ দুটির সমষ্টি 2 সমকোণ,
∴P,T,R সমরেখ। (প্রমানিত)