1. 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরুমান 10
2. 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের মধ্যমার মান 10 । Madhyamik 2019
3. 15, 11, 10, 8, 15, 18, 17, 15, 10, 19, 10, 11, 10, 8, 19, 15, 10, 18, 15, 3, 16, 14, 17, 2
4. 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 16, 18 এই রাশিগুলির মধ্যমা হবে –
(a) 10 (b) 11 (c) 10.5 (d) 11.5
5. 12 জন ছাত্রছাত্রীর একটি দলকে 10 টি ধাঁধা দেওয়া হল। তাদের সঠিক উত্তরের সংখ্যা হল যথাক্রমে, 2, 4, 3, 5, 2, 5, 8, 2, 3, 9, 5, 2 এই তথ্যের সংখ্যাগুরু মান কি?
6. 8,15,10,11 ,7,9,11,13,16 -এর মধ্যমা
(a) 15 (b) 10 (c) 11.5 (d) 11
7. মানের ঊর্ধক্রমানুসারে সাজানো 6, 9, 11, 12, x+2, x+3, 17, 20, 21, 24 তথ্যের মধ্যমা 21 হলে x এর মান হবে -
(a) 13.5 (b) 15.5 (c) 18.5 (d) 21.5
8. 3,5,6,7,9,12,12,7,9,3,5,6 তথ্যগুলির সংখ্যাগুরুমান হবে -
(a) 3 (b) 12 (c) 7 (d) কোনো সংখ্যাগুরুমান নেই
9. A, B ও C যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা ও 9,000 টাকা মূলধন নিয়ে একত্রে ব্যবসা আরম্ভ করল । কয়েক মাস পর A আরও 3,000 টাকা ব্যবসায় লগ্নি করল । বছরের শেষে মোট 30,000 টাকা লাভ হল এবং C তার ভাগে 10,800 টাকা লভ্যাংশ পেল । A কখন আরও 3,000 টাকা লগ্নি করেছিল ? Madhyamik 2018
10. কিছু ছাত্রের বয়স হলো (বছরে) 10, 11, 9, 7, 13, 8, 14; এদের বয়সের মধ্যমা হল _____ বছর । Madhyamik 2020
11. 12, 25, 15, 18, 17, 20, 22, 26, 6, 16, 11, 8, 19, 10, 30, 20, 32 তথ্যের প্রসার
(a) 10 (b) 15, (c) 18 (d) 26
12. 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা -
13. কতগুলি শিক্ষার্থীর বয়স যথাক্রমে 10, 11, 9, 7, 13, 8, 14 বছর হলে, তাদের মধ্যমা _____
14. 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 এর মধ্যমা
15. 8, 15, 10, 11, 7, 9, 11, 13, 16 সংখ্যাগুলির মধ্যমা হবে -
(a) 15 (b) 10 (c) 7 (d) 11
16. 6,10,5,4,9,11,20,18 তথ্যের মধ্যমার মান
(a) 9 (b) 10 (c) 9.25 (d) 9.5
17. 2, 8, 2, 3, 8, 5, 9, 5, 6 সংখ্যাগুলির মধ্যমা — Madhyamik 2017
(a) 8 (b) 6.5 (c) 5.5 (d) 5
18. 10, 14, 12, 16, 8, 9, 24, 20 এই তথ্য থেকে 12 কে বাদ দেওয়া হলে মধ্যমা বৃদ্ধি পাবে _____ ।
19. নীচে প্রদত্ত মানসমূহের যৌগিক গড় \(9.5\) হলে \(x\) এর মান নির্ণয় করো : \(12, 6, 7, 3, x, 10, 18, 5\)
20. 9, 6, 9, 3, 4, 9, 8, 6, 5, 9, 6, 4 এই তথ্যের সংখ্যাগুরু মান -
(a) 4 (b) 6 (c) 8 (d) 9
21. ঊর্ধ্বক্রমে সাজানো \(6, 8, 10, 12, 13, x\) তথ্যের গড় ও মধ্যমা সমান হলে \(x\) এর মান নির্ণয় করো। Madhyamik 2023
22. মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয়লব্ধ অর্থ (টাকায়) হলো, 107, 210, 92, 52, 113, 75, 195; বিক্রয়লব্ধ অর্থের মধ্যমা নির্ণয় করি।
23. আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ, 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18, 11 আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরুমান নির্ণয় করি।
24. 6, 7, 8, 8, 9, 15, 10, 15, 20, 19, 25, 24, 21 সংখ্যাগুলির মধ্যমা. কত হবে-
(a) 10 (b) 15 (c) 9 (d) 19
25. উচ্চ সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে, x-এর মান
(a) 22 (b) 21 (c) 20 (d) 24
26. 1, 3, 2, 8, 10, 8, 3, 2, 8, 8 এর সংখ্যাগুরু মান — Madhyamik 2020
(a) 2 (b) 3 (c) 8 (d) 10
27. 3,9,7,4,8 ও 6 এর মধ্যমা কত ?
(a) 5 (b) 5.5 (c) 6 (d) 6.5
28. তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে । প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করে । তারা ঠিক করে যে সেই আয়ের \(\frac{2}{5}\) অংশ কাজের জন্য 3 : 2 : 2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে । কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তবে কে কত টাকা পাবে নির্ণয় করো । Madhyamik 2020
29. 6, 10, 9, 16 সংখ্যা চারটির প্রতিটির থেকে কোন্ সংখ্যা বিয়ােগ করলে, বিয়ােগফলগুলি সমানুপাতী হবে?
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
30. তিনবন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা ও 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাঙ্কের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লভ্যাংশ থেকে কে কতো টাকা পাবেন ? Madhyamik 2022
31. নীলেশবাবু এবং রহিমা বেগম যথাক্রমে30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নীলেশবাবু আরও 40,000 টাকা লগ্নি করলেন কিন্তু রহিমা বেগম ব্যক্তিগত প্রয়ােজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19, 000 টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবেন।
32. ঊর্দ্ধক্রম অনুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+6, 30, 31, 34, 39 তথ্যের 24 মধ্যমা হলে x এর মান
33. 4, 6, 5, 4, 7,2,3,4,5 তথ্যের সংখ্যাগুরুমান 4
34. ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান -
35. 8, 15, 10, 11, 7, 9, 11, 13 এবং 16 সংখ্যাগুলির মধ্যমা হবে _____ । Madhyamik 2023
36. কিছু পশুর বয়স (বছরে) হলো, 6, 10, 5, 4, 9, 11, 20, 18; বয়সের মধ্যমা নির্ণয় করি।
37. 8, 5, 4, 6, 7, 4, 4, 3, 5, 4, 5, 4, 4, 5, 5, 4, 3, 3, 5, 4, 6, 5, 4, 5, 4, 5, 4, 2, 3, 4
38. 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরুমান 15 হলে x-এর মান
(a) 15 (b) 16 (c) 17 (d) 19
39. উর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে,x-এর মান
40. নিয়ামতচাচা ও করবীদিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যাবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামতচাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবীদিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে, তাহলে কে, কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি।
41. ঊর্ধ ক্রমানুসারে সাজানো 8,9,12,17, x+2, x+4, 30, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান _____ Madhyamik 2024