একটি বৃত্তের উপর অবস্থিত P ও Q বিন্দু দুটিতে অঙ্কিত স্পর্শক দুটি A বিন্দুতে ছেদ করেছে। ∠PAQ = 60° হলে ∠APQ-এর মান নির্ণয় করি।
যেহেতু বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের ওপর অঙ্কিত
স্পর্শকদুটির দৈর্ঘ্য সমান।
∴AP=AQ
∴ \(\angle\)APQ=\(\angle\)AQP=\(\cfrac{180°-60°}{2}=60°\)
∴\(\angle\)APQ=60°(Answer)