সোমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ∠ABC=90°, AB=24 সেমি. এবং BC=7 সেমি.। হিসাব করে sinA, cosA, tanA ও cosecA-এর মান লিখি।
সোমার আঁকা সমকোণী ত্রিভূজ
ABC এর ∠ABC=90°, AB=24 সেমি এবং BC=7 সেমি
আমরা জানি,
লম্ব\(^2\)+ভূমি\(^2\)=অতিভূজ\(^2\)
BC\(^2\)+AB\(^2\)=AC\(^2\)
বা,AC\(^2\)=7\(^2\)+24\(^2\)
বা,AC\(^2\)=49+576
বা,AC=\(\sqrt{625}\)=25
∴AC=25 সেমি