\(2x(x+5)+5\) বহুপদী সংখ্যামালাটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি ।
\(2x(x+5)+5\)
\(=2x^2+10x+5\)
এই সংখ্যামালাটিকে \(ax^2+bx+c\) আকারে লেখা যায়, যেখানে \(a, b, c\) বাস্তব সংখ্যা এবং \(a≠0\) . সুতরাং এটি একটি বাস্তব সহগযুক্ত একচলবিশিষ্ট দ্বিঘাত বহুপদী সংখ্যামালা ।