কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি. ও 10 সেমি. হলে, শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি।


শঙ্কুটির উচ্চতা \((h)=6\) সেমি,
তির্যক উচ্চতা \((l)=10\) সেমি
∴শঙ্কুর ব্যাসার্ধ \((r)=\sqrt{10^2-6^2}\) সেমি
\(=\sqrt{100-36}\) সেমি \(=\sqrt{64}\) সেমি \(=8\) সেমি

∴শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল
\(=π×8×(8+10)\) বর্গ সেমি
\(=\cfrac{22}{7}×8×18\) বর্গ সেমি
\(=\cfrac{3168}{7} \) বর্গ সেমি \(=452 \cfrac{4}{7}\) বর্গ সেমি

এবং শঙ্কুর আয়তন \(=\cfrac{1}{3} π×8^2×6\) ঘন সেমি
\(=\cfrac{1}{3}×\cfrac{22}{7}×64×6\) ঘন সেমি
\(=\cfrac{2816}{7}\) ঘন সেমি \(=402 \cfrac{2}{7}\) ঘন সেমি


Similar Questions