প্রমাণ করি, একটি রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়।
ABCD একটি রম্বস।
প্রমান করতে হবে যে,রম্বসের
বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তগুলি একটি
নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে।
অঙ্কনঃ A,C এবং B,D যুক্ত করা হল যারা পরস্পরকে
O বিন্দুতে ছেদ করল।
প্রমানঃ যেহেতু রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে
সমদ্বিখন্ডিত করে,সুতরাং,
\(\angle\)AOB=\(\angle\)BOC=\(\angle\)COD=\(\angle\)DOA=90°
আবার যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ,তাই AB বা
BC বা CD বা DA,সেকোনো বাহুকে ব্যাস ধরে বৃত্ত
অঙ্কন করলে তা O বিন্দু দিয়ে যাবে।
∴ রম্বসের বাহুগুলিকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে
বৃত্তগুলি একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে। (প্রমানিত)