\((x+2)^3=x(x^2-1)\) -কে \(ax^2+bx\) \(+c=0\) \( (a≠0)\) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করি এবং \(x^2,x\) ও \(x^0\) - এর সহগ লিখি ।
\((x+2)^3=x(x^2-1)\)
বা, \(x^3+3.x^2.2+3.x.22+23= x^3-x\)
বা, \(x^3+6x^2+12x+8-x^3+x=0\)
বা, \(6x^2+13x+8=0\)
\((x+2)^3=x(x^2-1)\) -কে \(ax^2\) \(+bx\) \(+c=0\) \( (a≠0)\) দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করলে \(x^2\) এর সহগ 6, \(x\) এর সহগ 13 ও \(x^0\) এর সহগ 8 হবে।