ABCD এমন একটি বৃত্তস্থ চতুর্ভুজ এঁকেছি যে AC, ∠BAD-কে সমদ্বিখণ্ডিত করেছে। এবার AD-কে E বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করলাম যেন DE = AB হয়। প্রমাণ করি যে, CE = CA
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভূজ এবং AC,\(\angle\)BAD কে
সমদ্বিখন্ডিত করেছে। AD কে E পর্যন্ত বাড়ানো হল
যাতে,DE=AB হয়।
প্রমান করতে হবে যে,
CE=CA
অঙ্কনঃ BD যুক্ত করা হল ।
প্রমানঃ \(\angle\)BAC=\(\angle\)BDC
[উভয়েই BC চাপের ওপর অবস্থিত]
এবং \(\angle\)CAD=\(\angle\)DBC
[উভয়েই DC চাপের ওপর অবস্থিত]
আবার,\(\angle\)BAC=\(\angle\)CAD
[∵AC,\(\angle\)BAD এর সমদ্বিখন্ডক]
∴\(\angle\)BDC=\(\angle\)DBC
∴∆BCD থেকে পাই CD=BC
∵AE সরলরেখার ওপর D বিন্দুতে DE দন্ডায়মান
∴ \(\angle\)EDC+\(\angle\)ADC=2 সমকোণ
আবার,\(\angle\)ADC+\(\angle\)ABC=2 সমকোণ
[∵ABCD বৃত্তস্থ চতুর্ভূজ]
∴\(\angle\)EDC+\(\angle\)ADC= \(\angle\)ADC+\(\angle\)ABC
অর্থাৎ,\(\angle\)EDC=\(\angle\)ABC
এখন,∆DCE এবং ∆ABC এর মধ্যে
DE=AB (প্রদত্ত)
\(\angle\)EDC=\(\angle\)ABC (পূর্বে প্রমানিত)
CD=BC (পূর্বে প্রমানিত)
∴∆DCE≅∆ABC [S-A-S অনুসারে]
∴ CE=CA(অনুরূপ বাহু)[প্রমানিত]