একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য \(r\) একক এবং উচ্চতা \(h\) একক এবং তির্যক উচ্চতা \(l \) একক। শঙ্কুটির ভূমিতলকে একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জুড়ে দেওয়া হলো। যদি চোঙের ও শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা একই হয় তবে মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল \((πrl + 2πrh + 2πr^2)\) বর্গ একক।
Loading content...

বিবৃতিটি মিথ্যা
যেহেতু শঙ্কুর ভূমিতল অর্ধবৃত্তাকার চোঙের ভূমিতল বরাবর জোড়া,তাই মিলিত ঘনবস্তুর সমগ্রতলের ক্ষেত্রফল হবে =শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল+চোঙের বক্রতলের ক্ষেত্রফল+চোঙের একটি বৃত্তাকার সমতলের ক্ষেত্রফল \(=(πrl+2πrh+πr^2 )\) বর্গ একক

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions