জয়ন্ত, অজিত এবং কুণাল মোট 15000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যাবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা এবং 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসায় নিয়োজিত করে হিসাব করি।
জয়ন্ত, অজিত এবং কুনালের লভ্যাংশের অনুপাত
\(=800:1000:1200\)
\(=4:5:6\)
\(=\cfrac{4}{15}:\cfrac{5}{15}:\cfrac{6}{15}\)
\(\therefore\) জয়ন্তের নিয়োজিত করা টাকার পরিমান
\(=15000\times \cfrac{4}{15}\) টাকা
\(=4000\) টাকা