পাশের চিত্রে O বৃত্তের কেন্দ্র এবং AC ব্যাস। ∠AOB = 80° এবং ∠ACE = 10° হলে, ∠BED-এর মান নির্ণয় করি।
∠BOC=180°-80°=100°
∠OCB=\(\frac{180°-100°}{2}\)=40°[∵OC=OB]
BC চাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ ∠BOC এবং
পরিধিস্থ কোণ ∠BEC
∴∠BEC=\(\frac{1}{2}\)∠BOC=\(\frac{100°}{2}\)=50°
আবার,EB∥CD এবং EC ভেদক
∴∠DCE=∠BEC=50°
∴∠DCB=∠DCE+∠ECA+∠BCA
=50°+10°+40°=100°
∴∠BED=180°-100°=80°(Answer)