\(x^2-x=k(2x-1)\) সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 হলে, K-এর মান নির্ণয় করো। Madhyamik 2023


\(x^2-x=K(2x-1)\)
বা, \(x^2-x-2Kx+K=0 \)
বা, \(x^2-x(1+2K)+K=0\)

\(∴\alpha +\beta=(1+2K) \)
প্রশ্নানুসারে, \((1+2K)=2 \)
বা, \(2K=2-1=1 \)
বা, \(K=\cfrac{1}{2}\)

\(\therefore K\) এর মান \(\cfrac{1}{2}\)(Answer)

Similar Questions