\(2x^2-7x+9=0\) দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখ ।
\(2x^2-7x+9=0\) সমীকরনটিকে \(ax^2+
bx+c=0\) সমীকরণের সাথে তুলনা করে পাই,
\(a=2,b=-7\) এবং \(c=9\)
∴ নিরূপক \(=b^2-4ac=(-7)^2-4×2×9=49-72=-23<0\)
\(∴2x^2-7x+9=0 \) সমীকরনটির কোনো
বাস্তব বীজ পাওয়া যাবে না । এর বীজদ্বয় অবাস্তব
ও কাল্পনিক হবে ।