একটি ঘুড়ির উন্নতি কোণ 60° এবং সুতোর দৈর্ঘ্য 20√3 মিটার হলে, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে হিসাব করি।
একটি ঘুড়ি A এর উন্নতি কোণ \(\angle\) ACB=60° এবং সুতোর দৈর্ঘ্য AC= 20√3 মিটার হলে, ঘুড়িটি মাটি থেকে কত উচ্চতায় আছে অর্থাৎ, AB এর মান হিসাব করতে হবে ।
\(\cfrac{AB}{AC}=sin 60^o=\cfrac{\sqrt3}{2}\)
বা, \(AB=AC\times \cfrac{\sqrt3}{2}=\cancel{20}10\sqrt3 \times \cfrac{\sqrt3}{\cancel2} =30\)
\(\therefore\) ঘুড়িটি মাটি থেকে 30 মিটার উচ্চতায় আছে ।