ABCD চতুর্ভুজের দুটি কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করলে, প্রমাণ করি যে, AB\(^2\)+CD\(^2\) = BC\(^2\) +DA\(^2\)


ধরি,ABCD একটি চতুর্ভূজ,যার AC এবং BD কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করেছে। প্রমান করতে হবে যে,AB\(^2\)+CD\(^2\)=BC\(^2\)+DA\(^2\)

∵∆AOB এবং ∆DOC সমকোণী ত্রিভূজ,তাই
পিথাগোরাসের সূত্র থেকে পাই
AB\(^2\)+CD\(^2\)=OA\(^2\)+OB\(^2\)+OC\(^2\)+OD\(^2\)

আবার,যেহেতু ∆BOC এবং ∆AOD সমকোণী ত্রিভূজ,
তাই পিথাগোরাসের সূত্র থেকে পাই,
BC\(^2\)+DA\(^2\)=OB\(^2\)+OC\(^2\)+OD\(^2\)+OA\(^2\)=OA\(^2\)+OB\(^2\)+OC\(^2\)+OD\(^2\)

∴ AB\(^2\)+CD\(^2\)=BC\(^2\)+DA\(^2\) (প্রমানিত)

Similar Questions