বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতি যেসব পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহন করে। এই গ্রামে 1200 পরিবারে বিদ্যুৎ সংযোগ নেই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারে বিদ্যুৎ পৌঁছালোর ব্যবস্থা করা হয়, তবে 2 বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংলহ্যা কত হবে, তা হিসাব করে লিখি।
প্রতি বছর \(75\%\) বিদ্যুৎহীন পরিবার হ্রাস পেলে \(2\) বছর
পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হয়
\(=1200×\left(1-\cfrac{75}{100}\right)^2\) টি
\(=1200×\left(\cfrac{25}{100}\right)^2\) টি
\(=1200×\left(\cfrac{1}{4}\right)^2\) টি
\(=1200× \cfrac{1}{4}×\cfrac{1}{4}\) টি
\(=75\) টি
\(∴2 \) বছর পরে বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের
সংখ্যা হবে \(75\) টি ।