1. একমুখ কাটা একটি পেনসিলের আকার শঙ্কু ও _____ এর সমন্বয় ।
2. একমুখ কাটা একটি পেনসিলের আকার শঙ্কু ও __________ সমন্বয়।
3. একমুখ কাটা একটি পেনসিলের আকার _____ ও _____ এর সমন্বয় । Madhyamik 2023
4. একমুখ কাটা একটি পেন্সিলের আকার চোং ও —— -র সমন্বয় । Madhyamik 2018
5. একটি পেনসিলের আকার শঙ্কু ও ___ সমন্বয়।
6. এক মুখ কাটা একটি পেনসিলের আকার চোঙ ও _____ এর সমন্বয়।
7. একটি নিরেট লােহার গােলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 12cm হলে, ওই গােলকটিকে গলিয়ে 2cm ব্যাসার্ধ, ও 3cm উচ্চতা বিশিষ্ট কয়টি শঙ্কু আকারের বস্তু তৈরী করা যাবে?
8. গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গ মিটার প্লাসটিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। [ধরি, π = 3.14, \(\sqrt{130}\) = 11.4]