একটি নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান। গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতা অনুপাত কত তা হিসাব করে লিখি।
Loading content...

ধরি,শঙ্কু এবং গোলকের ব্যাসার্ধ \(r\) একক এবং শঙ্কুর উচ্চতা \(h\) একক
প্রশ্নানুসারে, \(\cfrac{1}3 πr^2 h=\cfrac{4}{3} πr^3\)
বা, \(h=4r\)

∴গোলকের ব্যাস ও শঙ্কুর উচ্চতার অনুপাত
\(=2r:h=2r:4r=1:2\) (Answer)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions