দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং উচ্চতার অনুপাত 5:3 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কতো ? Madhyamik 2025
Loading content...

ধরি, নিরেট চোঙ দুটির ব্যাসার্ধ যথাক্রমে \(r_1, r_2\) এবং উচ্চতা যথাক্রমে \( h_1, h_2\)

বক্রতলের অনুপাত=\(2\pi r_1 h_1:2\pi r_2 h_2\)
\(=\cfrac{r_1h_1}{r_2h_2}\) \(=\cfrac{r_1}{r_2}\times\cfrac{h_1}{h_2} \)
\(=\cfrac{2}{3}\times \cfrac{5}{3}=10:9\)

\(\therefore\) তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত \(10:9\)

🚫 Don't Click. Ad Inside 😈

Similar Questions