একটি লম্ববৃত্তকার চোঙের আয়তন এবং ওর বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হলে চোঙটির ব্যাসার্ধ কত?
Madhyamik 2015 , 2008
ধরি,চোঙটির উচ্চতা \(h\) একক এবং ব্যাসার্ধ \(r\) একক
\(\therefore\) প্রশ্নানুসারে, \(\pi r^2 h=2\pi rh\)
বা, \(r=2\)
∴চোঙটির ব্যাসার্ধ \(2\) একক।