লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে H=_____ Madhyamik 2024


লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন V, ভূমির ব্যাসার্ধ R এবং উচ্চতা H হলে H=\(\cfrac{3V}{\pi R^2}\)
লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন \(V=\cfrac{1}{3}\pi R^2H\)
বা, \(\pi R^2H= 3V\)
বা, \(H=\cfrac{3V}{\pi R^2}\)

Similar Questions