একটি ব্যবসায় রাজু ও আসিফের মূলধনের অনুপাত 5:4 এবং রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 100 টাকা।


বিবৃতিটি মিথ্যা ।

রাজু ও আসিফের মূলধনের অনুপাত \(5:4\)
\(\therefore \) রাজু \(5x\) টাকা পেলে আসিফ পাবে \(4x\) টাকা
\(\therefore 5x=80\)
বা, \(x=16\)
\(\therefore 4x=64\)

\(\therefore \) রাজু মোট লাভের 80 টাকা পেলে আসিফ পায় 64 টাকা।

Similar Questions