একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে, তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি।


গোলকের ব্যাসার্ধ \((r)=10.5\) সেমি ।

গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল \(=4πr^2\)
\(=4×\cfrac{22}{7}×(10.5)^2=\cfrac{4×22×105×105}{7×10×10}\)
\(=1386\) বর্গ সেমি

∴গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল \(1386\)বর্গ সেমি ।

Similar Questions