দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত (a) 1:2 (b) 1:4 (c) 1:8 (d) 1:16

Answer Not Defined

ধরি নিরেট গোলকদুটির ব্যাসার্ধ যথাক্রমে \(r_1\) একক এবং \(r_2\) একক
∴শর্তানুসারে,তাদের আয়তনের অনুপাত
\(\cfrac{4}{3} πr_1^3:\cfrac{4}{3} πr_2^3=1:8\)
বা, \(r_1^3:r_2^3=1:8 \)
বা, \(r_1:r_2=1:2\)
বা, \(\cfrac{r_1}{r_2} =\cfrac{1}{2}\)

এখন তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত
\(=\cfrac{4πr_1^2}{4πr_2^2 }\)
\(=\cfrac{r_1^2}{r_2^2 }=\left(\cfrac{r_1}{r_2}\right )^2=\left(\cfrac{1}{2}\right)^2=\cfrac{1}{4}=1:4\)

Similar Questions