5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা-এর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি। জ্যা দুটির দূরত্ব কত ?
Madhyamik 2009
ধরি O কেন্দ্রীয় বৃত্তের AB=8 সেমি ও PQ=6 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল জ্যা ।
OA=OP=বৃত্তের ব্যাসার্ধ = 5 সেমি
MN=জ্যাদুটির মধ্যেকার দূরত্ব
সমকোণী \(\triangle\)MOA থেকে পাই,
OM\(^2\)=OA\(^2\)-AM\(^2\)=5\(^2\)-\((\frac{8}{2})^2\)=25-16=9
\(\therefore \) OM=\(\sqrt{9}=3\) সেমি
আবার, সমকোণী \(\triangle\)OPN থেকে পাই,
ON\(^2\)=OP\(^2\)-PN\(^2\)=5\(^2\)-\((\frac{6}{2})^2\)=25-9=16
\(\therefore \) ON=\(\sqrt{16}=4\) সেমি
\(\therefore\) MN=ON+OM=\(3+4=7\)
\(\therefore\) জ্যা দুটির দূরত্ব 7 সেমি ।