কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূলের অনুপাত 5 : 6, হলে, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করো । Madhyamik 2020


ধরি, আসল \((p)=5x\) টাকা
সময় \((t)=5\) বছর
সুদ \((I)=(6x-5x)\) টাকা =\(x\) টাকা
\(\therefore\) সুদের হার \((r)=\cfrac{100\times I}{pt}\%\)
=\(\cfrac{100\times x}{5x\times 5}\% =4\%\) (Answer)

Similar Questions