প্রথম \((2n + 1)\) সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা \(\cfrac{n+103}{3}\)হলে, \(n\) -এর মান নির্ণয় করো । Madhyamik 2019


প্রথম \((2n+1)\) সংখ্যক ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটি হল \(\cfrac{(2n+1)+1}{2}\) তম পদ
= \(\cfrac{(2n+2)}{2}\) তম পদ = \((n+1)\) তম পদ ।
\(\therefore\) সংখ্যাটি হল \((n+1)\)

প্রশ্নানুসারে, \(n+1=\cfrac{n+103}{3}\)
বা, \(3n+3=n+103\)
বা, \(3n=n=103-3\)
বা, \(2n=100\)
বা, \(n=50\)

\(\therefore\) নির্ণেয় \(n\) এর মান \(50\)


Similar Questions