দুই মুখ খোলা লোহার তৈরি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 35 সেমি, বহিব্যাস 12 সেমি এবং অন্তর্বাস 10 সেমি হলে, চোঙটিতে কত ঘনসেমি লোহা আছে?


চোঙটির বহির্ব্যাসার্ধ\((R) =\cfrac{12}{2}\) সেমি \(=6\) সেমি
\(\therefore\) অন্তর্ব্যাসার্ধ \((r)= \cfrac{10}{2}\) সেমি \(=5\) সেমি
এবং উচ্চতা \((h)=35\) সেমি

\(\therefore\) চোঙটিতে লোহার পরিমান
\(=\pi(R^2-r^2)\times h\) ঘন সেমি
=\(\cfrac{22}{7}(6^2-5^2)\times 35\) ঘন সেমি
=\(\cfrac{22\times 11\times \cancel{35}5}{\cancel7}\) ঘন সেমি
=\(1210\) ঘন সেমি

\(\therefore\) চোঙটিতে লোহার পরিমান 1210 ঘন সেমি


Similar Questions