একটি ত্রিভুজ ABC অঙ্কন করেছি যার উচ্চতা AD; AB>AC হলে প্রমাণ করি যে AB\(^2\) –AC\(^2\) = BD\(^2\) – CD\(^2\)
ধরি,ABC ত্রিভূজের উচ্চতা AD,এবং AB>AC,
প্রমান করতে হবে যে
AB\(^2\)-AC\(^2\)=BD\(^2\)-CD\(^2\)
∵AD ত্রিভূজের উচ্চতা,তাই AD⊥BC
∴সমকোণী ∆ABD থেকে পিথাগোরাসের সূত্র দ্বারা পাই
AD\(^2\)+BD\(^2\)=AB\(^2\)
বা,AD\(^2\)=AB\(^2\)-BD\(^2\)---(i)
আবার,সমকোণী ∆ADC থেকে পিথাগোরাসের সূত্র
দ্বারা পাই
AD\(^2\)+CD\(^2\)=AC\(^2\)
বা,AD\(^2\)=AC\(^2\)-CD\(^2\)---(ii)
(i) এবং (ii)নং সমীকরনের AD\(^2\) তুলনা করে পাই
AB\(^2\)-BD\(^2\)= AC\(^2\)-CD\(^2\)
বা,AB\(^2\)-AC\(^2\)=BD\(^2\)-CD\(^2\) (প্রমানিত)