একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিশ এবং অ্যান্টনির মূলধনের অনুপাত \(\frac{1}{6}:\frac{1}{5}:\frac{1}{4}\) বছরের শেষে ব্যবসায় মোট লাভ 3700 টাকা হলে, অ্যান্টনির লাভ কত হবে হিসাব করি।


সমীর,ইদ্রিশ এবং অ্যান্টনির মূলধনের অনুপাত
\(=\cfrac{1}{6}:\cfrac{1}{5}:\cfrac{1}{4}\)
\(=10:12:15\)
\(=\cfrac{10}{37}:\cfrac{12}{37}:\cfrac{15}{37}\)[∵10+12+15=37]
∴অ্যান্টনির লাভ হবে \(=\cfrac{15}{37}×3700\) টাকা \(=1500\) টাকা ।

Similar Questions