একটি ঘরের বারান্দায় 5.6 ডেসিমি. ব্যাসের এবং 2.5 মিটার লম্বা দুটি লম্ব বৃত্তাকার পিলার ঢালাই করতে কত ঘন ডেসিমি. মশলা লাগবে হিসাব করে লিখি । প্রতি বর্গ মিটার 125 টাকা হিসাবে পিলার দুটি প্লাস্টার করতে কত খরচ হবে হিসাব করি ।
পিলারের ব্যাসার্ধ \((r)= \cfrac{5.6}{2}\) ডেসিমি \(=2.8\) ডেসিমি
পিলারের উচ্চতা \((h)=2.5 \) মিটার \(=25\) ডেসিমি
\(∴2\) টি পিলারের আয়তন \(=2×πr^2 h\) ঘন ডেসিমি
\(=2× \cfrac{22}{7}×(2.8)^2×25\) ঘন ডেসিমি
\(=\cfrac{2×22×28×28×25}{7×10×10}\) ঘন ডেসিমি
\(=1232\) ঘন ডেসিমি
∴পিলার দুটি ঢালাই করতে মোট \(1232\) ঘন ডেসিমি
মশলা লাগবে ।
পিলার দুটির বক্রতলের ক্ষেত্রফল
\(=2×2πrh\) বর্গ ডেসিমি
\(=2×2× \cfrac{22}{7}×2.8×25\) বর্গ ডেসিমি
\(=880\) বর্গ ডেসিমি \(=\cfrac{880}{100} \) বর্গ মিটার
\(=8.8\) বর্গ মিটার
∴প্রতি বর্গমিটার \(125\) টাকা হিসাবে প্লাস্টার করতে
মোট খরচ পড়বে \(=(8.8×125)\) টাকা
\(=1100 \) টাকা । (Answer)