আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350 টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারাগাছ লাগাতে গিয়ে দেখলেন যে, প্রতিটি সারিতে সারির সংখ্যা থেকে 24 টি করে বেশী গাছ লাগালে আরও 10 টি গাছ অতিরিক্ত থাকে । সারির সংখ্যা হিসাব করে লিখি।


ধরি,সারির সংখ্যা \(x\) টি
∴ প্রতিটি সারিতে গাছের সংখ্যা \(=(x+24)\) টি ।

প্রশ্নানুসারে, \(x(x+24)+10=350 \)
বা, \(x^2+24x+10-350=0 \)
বা, \(x^2+24x-340=0 \)

উৎপাদকে বিশ্লেষণের সাহায্যে
\(x^2+24x-340=0 \)
বা, \(x^2+(34-10)x-340=0 \)
বা, \(x^2+34x-10x-340=0 \)
বা, \(x(x+34)-10(x+34)=0 \)
বা, \((x+34)(x-10)=0\)

∴হয়, \((x+34)=0\) অথবা, \((x-10)=0 \)
যখন \((x+34)=0\),তখন \(x=-34 \)
[কিন্তু সারির সংখ্যা ঋণাত্বক হতে পারে না ]

শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে
\(x^2+24x-340=0\) সমীকরনটিকে \(ax^2+bx +c=0\) সমীকরণের সাথে তুলনা করে পাই,
\(a=1,b=24\) এবং \( c=-340\)

\(∴b^2-4ac=(24)^2-4×1×-340=576+1360=1936\)

শ্রীধর আচার্যের সূত্র থেকে পাই \( x=\cfrac{-b\pm \sqrt{b^2-4ac}}{2a} = \cfrac{-24\pm \sqrt{1936}}{2×1}=\cfrac{-24±44}{2}\)
∴হয় \(x=\cfrac{-24+44}{2}=\cfrac{20}{2}=10\)
অথবা, \(x=\cfrac{-24-44}{2}=\cfrac{-68}{2}=-34\)
[কিন্তু সারির সংখ্যা ঋণাত্বক হতে পারে না ]

∴ প্রলয়বাবুর বাগানে সারির সংখ্যা \(10\) টি ।

Similar Questions