বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে?


সুদের হার(r)=5%
সময়(t)=\(\cfrac{1}{12}\) বছর
সুদের পরিমান(I)=1 টাকা
∴আসল (p)=\(\cfrac{100×I}{rt}\) টাকা
=\(\cfrac{100×1}{5×\cfrac{1}{12}}\) টাকা =\(\cfrac{1200}{5}\) টাকা=240 টাকা

∴বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে ।

Similar Questions