একটি বৃত্তে ABC ত্রিভুজটি অন্তর্লিখিত। \(\angle\)BAC, \(\angle\)ABCও \(\angle\)ACB-এর সমদ্বিখণ্ডক বৃত্তে যথাক্রমে X, Y ও Z বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি ΔXYZ-এর, \(\angle\)YXZ= 90°- \(\frac{\angle BAC}{2}\)
ধরি,∆ABC ত্রিভূজটি বৃত্তে অন্তর্লিখিত। \(\angle\)BAC,
\(\angle\)ABC ও \(\angle\)ACB এর সমদ্বিখন্ডক বৃত্তের যথাক্রমে
X,Y ও Z বিন্দুতে মিলিত হয়।
প্রমান করতে হবে যে,
∆ XYZ এর,\(\angle\)YXZ=90°-\(\frac{\angle BAC}{2}\)
প্রমানঃ ∆ABC এর
\(\angle\)ABC+\(\angle\)ACB=180°-\(\angle\)BAC---(i)
AZ বৃত্তাংশের ওপর অবস্থিত দুটি কোণ \(\angle\)AXZ এবং
\(\angle\)ACZ
∴\(\angle\)AXZ=\(\angle\)ACZ---(ii)
AY বৃত্তাংশের ওপর অবস্থিত দুটি কোণ \(\angle\)YXA এবং
\(\angle\)ABY
∴\(\angle\)YXA=\(\angle\)ABY---(iii)
∆XYZ এর,
\(\angle\)YXZ=\(\angle\)YXA+\(\angle\)AXZ
=\(\angle\)ABY+\(\angle\)ACZ
[(ii) এবং (iii)নং সমীকরনের মান বসিয়ে]
=\(\frac{1}{2}\)\(\angle\)ABC+\(\frac{1}{2}\)\(\angle\)ACB
=\(\frac{1}{2}\) (\(\angle\)ABC+\(\angle\)ACB)=\(\frac{1}{2}\) (180°-\(\angle\)BAC)
[(i) নং সমীকরনের মান বসিয়ে]
=90°-\(\frac{\angle BAC}{2}\)
∴\(\angle\)XYZ=90°-\(\frac{\angle BAC}{2}\) (প্রমানিত)