দুই বন্ধু একসঙ্গে একটি ছোটো ব্যাবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি ।


এখানে আসল \((p)=15000\) টাকা
সময় \((t)=4\) বছর
সুদের হার \((r)=12\%\)

∴মোট সুদের পরিমান \((I)=\cfrac{prt}{100}\) টাকা
\(=\cfrac{15000×12×4}{100}\) টাকা \(=7200\) টাকা

\(∴4\) বছর পরে ওই টাকার জন্য তাদের \(7200\) টাকা সুদ দিতে হবে ।

Similar Questions