1. একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল দুইয়ের অধিক স্পর্শক অঙ্কন করা যায়।
2. একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল তিনটি স্পর্শক অঙ্কন করা যায়।
3. 2.5 সেমি. ব্যাসার্ধবিশিষ্ট Oকেন্দ্রীক একটি বৃত্ত অঙ্কন করাে। P এমন এক বিন্দু নাও যেটি O বিন্দু থেকে 5 সেমি. দূরে। P বিন্দু থেকে ঐ বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করাে। (কেবল মাত্র অঙ্কন চিহ্ন দিতে হবে)। Madhyamik 2015