একটি চা-এর বাক্সের ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 7.5 ডেসিমি, 6 ডেসিমি এবং 5.4 ডেসিমি । চা ভর্তি বাক্সটির ওজন 52 কিগ্রা 350 গ্রাম। কিন্তু খালি অবস্থায় বাক্সটির ওজন 3.75 কিগ্রা হলে, 1 ঘন ডেসিমি চা-এর ওজন কত হবে তা হিসাব করে লিখি।
চা এর বাক্সটির আয়তন \(=7.5×6×5.4\) ঘন ডেসিমি
\(=243\) ঘন ডেসিমি
বাক্সের ওজন বাদ দিয়ে শুধুমাত্র \(243\) ঘন ডেসিমি চা
এর ওজন \(=(52.350-3.75)\)কিগ্রা \(=48.6\) কিগ্রা
∴প্রতি ঘন ডেসিমি চাএর ওজন \(=\cfrac{48.6}{243}\) কিগ্রা
\(=0.2\) কিগ্রা \(=0.2×1000\) গ্রাম \(=200\) গ্রাম (Answer)