O কেন্দ্রীয় বৃত্তের ভিতর P যে-কোনো একটি বিন্দু। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, এবং OP=3 সেমি হলে, P বিন্দুগামী যে জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তা নির্ণয় করি ।


P বিন্দুগামী ন্যূনতম দৈর্ঘ্যবিশিষ্ট জ্যাটি OP এর সাথে লম্বভাবে অবস্থিত হবে ।
\(\therefore\) OP\(\bot\)AB
\(\triangle\)OAP এর
AP\(^2\)=OA\(^2\)-OP\(^2\)
বা, AP\(^2\)=5\(^2\)-3\(^2\)=25-9
বা, AP\(^2\)=16
বা, AP=4

\(\therefore \) AB=2AP=2\(\times\) 4 সেমি = 8 সেমি

Similar Questions