5 সেমি পুরু কাঠের তক্তায় তৈরি ঢাকনাসহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা। কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 কিগ্রা। বাক্সটির ভিতরের দিকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 12 ডেসিমি এবং 8.5 ডেসিমি এবং এক ঘন ডেসিমি চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভিতরের উচ্চতা কত হিসাব করে লিখি । প্রতি বর্গ ডেসিমি 1.50 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারিপাশ রং করতে কত খরচ পড়বে হিসাব করে লিখি ।
বাক্সটির বাইরের দিকের
দৈর্ঘ্য \(=12+(0.5×2) \) ডেসিমি \(=13\) ডেসিমি
প্রস্থ \(=8.5+(0.5×2) \) ডেসিমি \(=9.5\) ডেসিমি
উচ্চতা \(=5+(0.5×2)\) ডেসিমি \(=6\) ডেসিমি
∴ঢাকনা সহ বাক্সটির ক্ষেত্রফল
\(=2×(13×9.5+9.5×6+6×13)\)
\(=2×(123.5+57+78)=2×258.5\)
\(=517\) বর্গ ডেসিমি ।
∴প্রতি বর্গ ডেসিমি \(1.50\) টাকা হিসাবে বাক্সের বাইরের
চারিপাশ রঙ করতে খরচ পড়বে, \((517×1.50)\) টাকা
\(=775.50\) টাকা