চোঙের আয়তন, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে, ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি।


ধরি,চোঙের আয়তন \(V\) ভূমির ব্যাসার্ধ \(R\) এবং উচ্চতা \(H\)

প্রশ্নানুযায়ী, \(V∝R^2 H\)
\(∴V=kR^2 H---(i)\) [যেখানে \(k\) অশূন্য ভেদ ধ্রুবক]

ধরি,চোঙ দুটির ভূমির ব্যাসার্ধ যথাক্রমে \(2r\) এবং \(3r \)
এবং উচ্চতা যথাক্রমে \(5h\) এবং \(4h\) এবং আয়তন যথাক্রমে \(V_1\) এবং \(V_2\)

∴প্রথম চোঙের ক্ষেত্রে আয়তন \(V_1=k(2r)^2.5h\)
\(=20kr^2 h \)
এবং দ্বিতীয় চোঙের আয়তন \(V_2=k.(3r)^2.4h\)
\(=36kr^2 h \)

∴চোঙ দুটির আয়তনের অনুপাত \(=V_1:V_2\)
\(=20kr^2 h:36kr^2 h=20:36\)
\(=5:9\) (Answer)


Similar Questions