\(5x^2+2x-3=0\) দ্বিঘাত সমীকরনের দুটি বীজ \(\alpha\) ও \(\beta\) হলে, \(\cfrac{1}{α}+\cfrac{1}{β}\) এর মান নির্ণয় করি ।


\(5x^2+2x-3=0\) দ্বিঘাত সমীকরনের দুটি বীজ \(α\) ও \(β \)হলে
\(α+β=-\cfrac{2}{5} \)
এবং \(αβ=-\cfrac{3}{5}\)

\(\cfrac{1}{α}+\cfrac{1}{β}=\cfrac{β+α}{αβ}=\cfrac{-\cfrac{2}{5}}{-\cfrac{3}{5}}=\cfrac{2}{5}×\cfrac{5}{3}=\cfrac{2}{3}\)(Answer)

Similar Questions