\(x^2=6x\) সমীকরণটির বীজদ্বয় ______ ও ______


সমীকরণটি \( x^2 = 6x \)
বা, \(x^2 - 6x = 0\)
বা, \(x(x - 6) = 0\)
এখন, \( x = 0 \) অথবা \( x - 6 = 0 \) হতে পারে।
অতএব, \( x = 0 \) এবং \( x = 6 \)।

তাহলে সমীকরণটির বীজদ্বয় হলো \( 0 \) ও \( 6 \)।

Similar Questions