একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেমি. এবং বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গসেমি. হলে, চোঙটির আয়তন কত তা লিখি ।
ধরি,লম্ব বৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ\(=r\) সেমি
এবং উচ্চতা \((h)=14\) সেমি
∴শর্তানুসারে, \(2πrh=264 \)
বা, \(2× \cfrac{22}{7}×r×14=264\)
বা,\(r=\cfrac{264×7}{22×2×14}\)
বা, \(r=3\)
∴চোঙটির আয়তন \(=πr^2 h\)
\(=\cfrac{22}{7}×3^2×14\) ঘন সেমি
\(=396\) ঘন সেমি (Answer)