আমাদের বাড়ির জানালায় একটি মই ভূমির সঙ্গে 60° কোণে রাখা আছে। মইটি 2√3 মিটার লম্বা হলে আমাদের ওই জানালাটি ভূমি থেকে কত উপরে আছে ছবি এঁকে হিসাব করে লিখি।


ধরি, B বিন্দুতে বাড়ির জানালায় CB মই ভূমি CA এর সঙ্গে ∠ACB=60° কোণে রাখা আছে। এবং মইটি CB=2√3 মিটার।
চিত্র থেকে দেখা যাচ্ছে যে, সমকোণী ∆ABC এর অতিভূজ (BC) = 2√3 মিটার ।
আমাদের লম্ব (AB) এর মান নির্ণয় করতে হবে ।

সমকোণী ∆ABC এর sin∠ACB= লম্ব/অতিভূজ
বা, \(sin60° =\cfrac{AB}{BC}\)
বা, \(\cfrac{√3}{2}=\cfrac{AB}{2√3}\)
বা, \(2AB = 6\) মিটার
বা, \(AB = 3\) মিটার ।

∴ ওই জানালাটি ভূমি থেকে 3 মিটার উপরে আছে ।

Similar Questions